তুর্কিদের পাঁচটি করে সন্তান নিতে বললেন এরদোয়ান

ardogonইউরোপে বসবাসকারী তুর্কিদের পাঁচটি করে সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তুরস্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে শুক্রবার এ আহ্বান জানালেন এরদোয়ান। তুর্কিরা ইউরোপ মহাদেশের ‘ভবিষ্যৎ’ বলেও উল্লেখ করেন তিনি। এনডিটিভি অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

সংসদীয় ব্যবস্থা থেকে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য আগামী মাসে তুরস্কে গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটকে এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তুরস্কের ভেতরে ও বাইরে বসবাসকারী তুর্কিরা এ গণভোটে অংশ নেবেন।

এ উপলক্ষে নেদারল্যান্ডস ও জার্মানিতে গণভোটের পক্ষে সমাবেশ চালানোর উদ্যোগ নেয় এরদোয়ান সরকার। কিন্তু তাকে বাধা দেওয়ায় এই দুই দেশের সঙ্গে কূটনৈতিক বাগযুদ্ধে জড়িয়ে পড়েন এরদোয়ান ও তার সরকার। এই বাগযুদ্ধে জড়িয়ে পড়ে ইইউ।

এরদোয়ান বারবার অভিযোগ করেছেন, ইইউ দেশগুলোর আচরণ নাৎসি আমলের জার্মানির মতো। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইইউ।

ইউরোপে বসবাসকারী তুর্কিদের উদ্দেশে এরদোয়ান বলেন, ‘আজ থেকে আমার নাগরিকদের বলছি, ইউরোপে থাকা আমার ভাইবোনদের বলছি, যথাসম্ভব ভালো স্কুলে সন্তানদের পড়ান, নিশ্চিত করুন আপনার পরিবার ভালো এলাকায় বসবাস করছে, সবচেয়ে ভালো গাড়ি ব্যবহার করুন… সবচেয়ে ভালো বাড়িতে বাস করুন।’

বেশি সন্তান নেয়ার প্রতি গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, ‘তিনটি নয়, পাঁচটি সন্তান নিন। আপনারাই ইউরোপের ভবিষ্যৎ।’

ইউরোপে বসবাসকারী ২৫ লাখ তুর্কি গণভোটে অংশ নিতে পারবে। কিন্তু এর চেয়েও কয়েক লাখ বেশি তুর্কি ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nDhcMY

March 18, 2017 at 10:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top