উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ বিমান সংস্থার কর্মীর সঙ্গে অভব্য আচরণের জন্য শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় একপ্রকার বাধ্য হয়েই এবার চাপলেন ট্রেনে। সেনাপ্রধান উদ্ধব ঠাকরের ডাকে সাড়া দিয়ে শুক্রবার ট্রেনে চেপেই দিল্লি থেকে মুম্বই রওনা দিলেন সাংসদ। রেল সূত্রের খবর, আগস্ট ক্রান্তি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস কোচে দিল্লির নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে মুম্বই সেন্ট্রালে বিকেোল ৫টার দিকে পৌঁছন তিনি। আসল পরিচয় গোপন রাখতে তিনি টিকিট কাটার সময় পুরো নাম উন্মোচন করেননি। সূত্রের খবর, তিনি পুনরায় বুধবার দিল্লি পৌঁছবেন পার্লামেন্টারি কমিটিতে যোগদানের উদ্দেশ্যে।
সেনার রাজ্যসভার সাংসদ অনিল দেসাই বলেন, উদ্ধব ঠাকরের আমন্ত্রণে তিনি মুম্বইতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন।
দিল্লি পুলিশের মুখপাত্র দিপেন্দ্র পাঠক জানান, গায়কোয়াড়ের ওপর নিন্দনীয় এবং কাউকে অসম্মান করতে অপরাধমূলক বল ব্যবহার করার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, গায়কোয়াডের অভিযোগেরও আইনি বৈধতা পরীক্ষা করা হবে।
from Uttarbanga Sambad http://ift.tt/2n1xSMB
March 25, 2017 at 01:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন