বিরামহীন প্রচারণায় প্রার্থীরা

আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন প্রচারণায় এখন মুখরিত কুসিক নগরী। প্রার্থীদের প্রচার-প্রচারণায় দিন-রাত যেন একাকার। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলছে এ প্রচারণা। বিশেষ করে প্রধান দুই দলের মেয়র প্রার্থীদের নিয়ে কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে নগরীতে। রোববার দিনভর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ চালান।

জানা যায়, রোববার দিনভর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে নিয়ে দলের কেন্দ্রীয় ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল নগরীর কালিয়াজুড়ি এলাকায় গণসংযোগ করেন। এছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, কেন্দ্রীয় বিজ্ঞান প্রযিুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কেন্দ্রীয় নেতা অপু উকিল, অসীম কুমার উকিল, লিয়াকত শিকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, নগরীর কালিয়াজুরী, শুভপুর, চাঁন্দপুর, হারুন স্কুল, জামতলা, গর্জনখোলা, চকবাজার ও তেরিপট্টি এলাকায় সীমার পক্ষে স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে গণসংযোগ করেন।

অপরদিকে, বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, ফজলুল হক মিলন, আবদুল আউয়াল খান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, শহিদুল ইসলাম বাবুল, মোস্তাক মিয়া, মোরতাজুল ইসলাম করিম বাদরু, নুরুল ইসলাম নয়ন নগরীর চকবাজার, বজ্রপুর, বালুধুম, শুভপুর, ঠাকুরপাড়া, বাগিচাগাঁও, দৈয়ারা, দূর্গাপুর, লক্ষ্মীপুর, কচুয়া, শ্রীমন্তপুর, শ্রীভল্লবপুর, উত্তর রামপুর, হীরাপুর, মোস্তফাপুর ও জয়পুর এলাকায় গণসংযোগ করেন।



from Comillar Khabor – Comilla News http://ift.tt/2mZmkuP

March 20, 2017 at 09:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top