দুবাই, ১০ মার্চ- চোট কাটিয়ে ফিরে যেভাবে পারফর্ম করছিলেন, তাতে শীর্ষস্থান ফিরে পাওয়া ছিল স্রেফ সময়ের ব্যাপার। সেই সময়ও এসে গেল। ডেভিড ওয়ার্নারকে সরিয়ে আবারও আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন এবি ডি ভিলিয়ার্স। কদিন আগে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৮৭.৩৩ গড়ে ডি ভিলিয়ার্স করেছেন ২৬২ রান। এর আগে শ্রীলঙ্কা সিরিজে ৫৭ গড়ে ১৭১ রান। সেই ধারাবাহিকতারই পুরস্কার মিলল র্যাঙ্কিংয়ে। ২০১০ সালে প্রথমবার ওয়ানডের শীর্ষে উঠেছিলেন ডি ভিলিয়ার্স। সেই থেকে গত ৭ বছরে শীর্ষে উঠলেন ১০ বার। ২০০৯ সালের সেপ্টেম্বরের পর কখনোই সেরা পাঁচের বাইরে যাননি ডি ভিলিয়ার্স। ওয়ার্নার নেমেছেন দুইয়ে, তিনে জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজে সবশেষ দুই ওয়ানডেতে ৯০ ও ১০১ রান করে চার ধাপ এগিয়ে চারে উঠেছেন জো রুট। ডি ভিলিয়ার্সের সতীর্থ, তরুণ ফাস্ট বোলার কাগিসো রাবাদা প্রথমবার উঠেছেন বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা পাঁচে। শীর্ষে আগের মতোই এই দুজনের সতীর্থ ইমরান তাহির। আফগানিস্তানের মোহাম্মদ নবি তিন ধাপ এগিয়ে উঠেছেন সাতে। ৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে ক্রিস ওকস। অলরাউন্ডারদের শীর্ষে টিকে আছেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরউন্ডারের পেছনেই নবি ও অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর/১০:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lLtVj8
March 11, 2017 at 05:09AM
10 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top