মোঃ আবুল কালাম ● ২০১৩ সালে বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালীন সময়ে লাকসামে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষে বাবুল মিয়া নামে এক রিক্সাচালক নিহতের ঘটনায় দায়েরকৃত পৃথক ২টি মামলায় লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদকসহ দলটির ৭ নেতাকর্মী সোমবার কুমিল্লার ৩নং আমলী আদালতে আত্মসমর্পন করেছেন।
তবে শুনানী শেষে ওইদিন বিকেলে ৩নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাত উদ্দিন আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জেলহাজতে প্রেরণ করা বিএনপির নেতাকর্মীরা হলেন- লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মিলন, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, পৌরসভা যুবদলের সহ-সভাপতি ফারুক, পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী হায়দার মামুন, যুবদল কর্মী আলমগীর ও রাজু। এ মামলায় আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বদিউল আলম সুজন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মামলার বিবরণ ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে ২৬ নভেম্বর বিএনপি-জামায়াতের নেতৃত্বাতাধীন ১৮ দলীয় জোটের অবরোধের সময় লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজারের নোয়াখালী রোডে অবরোধকারীদের সাথে পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে বাবুল মিয়া নামে এক রিক্সাচালক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত ওই রিক্সাচালকের স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকনসহ ৩৬ জন এবং লাকসাম থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সুখেন্দু বসু ৪৬ জনের নাম উল্লে¬খ করে এবং উভয় মামলায় অজ্ঞাতনামা আরো ১ হাজার বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আসামী করে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। ওই মামলায় গতকাল সোমবার কুমিল্লার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে শুনানী শেষে আদালত অভিযুক্তদের জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গতকাল বিকেলে এ প্রসঙ্গে জানতে চাইলে লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম বলেন, ঘটনার সময় পুলিশের গুলিতে ওই রিক্সাচালক নিহত হয়। কিন্তু পুলিশ নিজেদের বাঁচাতে আমাদের দলীয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ সময় ওই ৭ নেতা-কর্মীর মুক্তির দাবি জানান তিনি।
from Comillar Barta™ http://ift.tt/2nrQJVr
March 20, 2017 at 07:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন