মুম্বাই, ১৩ মার্চ- আমির, সালমান, শাহরুখ নন। অসাধারণ অভিনয় দিয়ে সেরার সেরা তকমা জিতে নিলেন বিগ বি। পিঙ্ক ছবির জন্য জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরলেন অমিতাভ বচ্চন। তবে সালমান খানের ভক্তরা তাঁকে হতাশ করেননি। গত বছর মুক্তি পাওয়া সুলতান ছবিতে দাবাং খানের অভিনয় মনে ধরেছিল সিনেপ্রেমীদের। আর সেই সুবাদেই দর্শকদের বিচারে সেরা অভিনেতার শিরোপা পেয়ে গেলেন সালমান। শনিবার মুম্বাইয়ে জি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল। বি-টাউনের একঝাঁক তারকার উপস্থিতি ও পারফরম্যান্সে রঙিন হয়ে ওঠে পুরস্কারের অনুষ্ঠান মঞ্চ। প্রিয়াঙ্কা, দীপিকাকে পেছনে ফেলে উড়তা পাঞ্জাব ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন বলিউডের নতুন সেনসেশন আলিয়া ভাট। আবার দর্শকরা সেরা হিসেবে বেছে নিলেন সুলতান ছবির কুস্তিগির আনুশকা শর্মাকে। আমির খান সেরা অভিনেতার পুরস্কার না পেলেও তাঁর ছবি দঙ্গল সেরা ছবির শিরোপা জিতে নিয়েছে। আর জুরিদের বিচারে গত বছরের সেরা ছবি হয়েছে পিঙ্ক। এদিকে, সেরা পরিচালকের পুরস্কারসহ মোট ছটি জি সিনে অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে সোনম কাপুর অভিনীত নীরজা। অ্যায় দিল হ্যায় মুশকিল গানের জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং। ছোটপর্দায় দেখার আগে এক নজরে জেনে নিন আর কোন ছবি ও অভিনেতা কী পুরস্কার পেলেন। সেরা সহ-অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সনস) সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (নিরজা) সেরা মিউজিক: অ্যায় দিল হ্যায় মুশকিল সেরা ডেবিউ পরিচালক: অনিরুদ্ধ রায় চৌধুরী (পিঙ্ক) সেরা গান: চান্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)। সূত্র: সংবাদ প্রতিদিন এফ/০৮:৩৫/১৩মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mYAmPP
March 13, 2017 at 02:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন