ফের শিশুদের আধার তৈরির পথে এগোচ্ছে কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ মিড-ডে মিল ও আইসিডিএস প্রকল্পে উপভোক্তাদের আধার বাধ্যতামূলক করার নির্দেশ ঘিরে বিতর্ক দেখা দিতেই পিছু হটছে কেন্দ্র। কিন্তু এই প্রকল্পে উপভোক্তাদের আধার তৈরি এখনই বন্ধ হচ্ছে না। আগামীদিনে ফের এই দুই প্রকল্পে আধার বাধ্যতামূলক করার পথ খোলা রাখতেই শিশুদের আধার তৈরির প্রক্রিয়া চালুর নির্দেশ দিল দিল্লি। এই নির্দেশ আসতেই মার্চের শেষলগ্নে ফের ০-৫ বছর ও ৫-১৮ বছর বয়সি সকলের আধার তৈরির তত্পরতা শুরু হল উত্তর দিনাজপুরে।

প্রশাসন সূত্রের খবর, শুধু উত্তর দিনাজপুর এবং পশ্চিমবঙ্গ নয়, দিল্লির নির্দেশে শিশু ও ছাত্রছাত্রীদের জন্য এই আধার তৈরি হবে সারা দেশেই।



from Uttarbanga Sambad http://ift.tt/2nz3Rrq

March 25, 2017 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top