সাসপেন্ড হলেন মহম্মদ ইরফান

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, করাচিঃ জাতীয় দলের পেস বোলার মহম্মদ ইরফানকে সাসপেন্ড করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিং কাণ্ডে আগেই অভিযুক্ত হয়েছিলেন তিনি।

সংযুক্ত আরব অমিরশাহিতে প্রতিযোগিতা চলাকালীন গড়াপেটার অভিযোগ ওঠে পাক ক্রিকেটারদের বিরুদ্ধে। দুবাই থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় শার্জিল খান এবং খালিদ লতিফকে। অভিযুক্তদের মধ্যে নাসির জামশেদ, শার্জিল এবং খালিদকে নির্বাসিত করে পিসিবি। এতদিন ইরফানের বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিলেও, এবার কোপ পড়ল তার উপর।

পিসিবি-র তরফ থেকে একটি বক্তব্যে জানানো হয়েছে, ‘অ্যান্টি কোরাপশান কোডের অধীনে মহম্মদ ইরফানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল এবং তাকে সাসপেন্ড করা হয়।’



from Uttarbanga Sambad http://ift.tt/2mnTmDX

March 14, 2017 at 09:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top