কুমিল্লায় আ’লীগে আমেজ, শঙ্কায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের আর একদিন বাকি। নির্বাচনে নৌকা-ধানের শীষসহ ১৫৮ জন মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের ১৫ দিন ব্যাপী প্রচার-প্রচারণার উৎসব আমেজে ভরা। তবে কুসিক নির্বাচন ১৫৮ জন প্রার্থীর প্রচারণার মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের প্রচার প্রচারণায় ছিল উৎসবের আমেজে ঘেরা। এদিকে এখন পর্যন্ত আওয়ামী লীগের মাঝে ভোটের আমেজ দেখা দিলেও শঙ্কায় রয়েছে বিএনপি।

এদিকে বসে নেই নির্বাচন কমিশনারের কর্মকর্তা ও কর্মচারীরা। সুষ্ঠু ও সুন্দরভাবে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তারা। ব্যালট পেপার ও ব্যালট বাক্স স্বচ্ছভাবে প্রতিটি কেন্দ্রে পাঠানো হচ্ছে। এদিকে গত ২৭ মার্চ সোমবার মধ্যরাত থেকেই আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা শেষ মুহুর্তের প্রচার-প্রচারণা শেষ করে কুমিল্লা নগরী ছেড়ে এসেছেন।

কুসিক নির্বাচনে ভোট প্রদান করার জন্য নগরবাসীর উৎসব আনন্দের সাথে রয়েছে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠাও। বিএনপির কেন্দ্রীয় নেতারা সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, নির্বাচন নিয়ে তারা শঙ্কায় রয়েছেন। বিভিন্ন হয়রানির অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তাদের মধ্যে যেমন ভোট দেওয়ার আনন্দ রয়েছে তেমনি আছে কোনো কারণে ভোট না দিতে পারার আশঙ্কায়ও।

বিএনপি দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না। সরকারি দল প্রশাসনের সহায়তায় নানাভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করে আসছে। আমার সবচেয়ে দুঃখ হলো আমার নিরীহ কর্মীদের উপর হামলা করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এইসব করে তারা চাচ্ছে নির্বাচনকে একটা ভীতিকর পরিস্থিতিতে নিয়ে যেতে। কিন্তু তারা যত কিছুই করুক না কেন আমরা নির্বাচনে শেষ পর্যন্ত থাকব।’

নৌকা প্রতীকে নির্বাচন করা আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। নিজের পরাজয় অনুমান করতে পেরেই এসব অভিযোগের কথা বলছেন তিনি।’

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেছেন, ‘পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করছে। কারো যদি কোনো অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্টভাবে আমাদেরকে জানাতে পারে।’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে আমরা সেগুলো গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। আশা করছি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’



from Comillar Barta™ http://ift.tt/2ouwjYu

March 28, 2017 at 09:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top