নয়াদিল্লি, ২৯ মার্চঃ বিচারে স্বচ্ছতা আনতে আদালতের শুনানি কক্ষে ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) বসানোর অনুরোধ জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে হবে না অডিও রেকর্ড। শীর্ষ আদালতের তরফে সম্মতি জানিয়েছেন এ গোয়েল এবং ইউ ইউ ললিত।
সুপ্রিমকোর্টের নির্দেশ অনুযায়ী, দেশের সমস্ত হাইকোর্টের শুনানি কক্ষে এবার বসাতে হবে সিসিটিভি। অন্তত প্রতিটি রাজ্যের দুটি জেলা আদালত ও কেন্দ্রশাসিত অঞ্চলে সিসিটিভি বসানোর কাজ শুরু করতে হবে। তিন মাসের মধ্যে শেষ করতে হবে সিসিটিভি লাগানোর কাজ। কাজ শেষ হলে রিপোর্ট দিতে হবে সুপ্রিমকোর্টকে। শুনানির ফুটেজ থাকবে হাইকোর্টের হেপাজতে।
তবে, রাইট টু ইনফরমেশনের আওতায় না পড়লেও আদালত কক্ষে সিসিটিভি বসানো হলেও কোনো ব্যক্তি সেই ফুটেজ দেখতে পারবেন না। সংশ্লিষ্ট হাইকোর্ট অনুমতি দিলে তবেই দেখা যাবে ফুটেজ।
from Uttarbanga Sambad http://ift.tt/2mQ2LrZ
March 29, 2017 at 09:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন