উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দিনহাটাঃ সোমবার সন্ধ্যায় দিনহাটায় চিকিত্সকদের নিয়ে বৈঠক করেন এলাকার বিধায়ক উদয়ন গুহ। বৈঠকে তিনি চিকিত্সকদের ফি ২৫০ টাকার বেশি না নেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০১৮ সাল পর্যন্ত কোনো চিকিত্সক ২৫০ টাকার বেশি ফি নিতে পারবেন না বলে জানিয়েছেন উদয়নবাবু। এ ছাড়া সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রের কোনো চিকিত্সক ১৮ হাজার টাকার বেশি টাকা নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন তিনি। উদয়নবাবুর এই নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। উদয়ন গুহ চিকিত্সকদের উপর এভাবে ‘ফতোয়া’ জারি করতে পারেন না বলেই মন্তব্য করছেন চিকিত্সকদের একাংশ।
এদিন উদয়নবাবু বলেন, ‘চিকিত্সকদের একাংশের বিরুদ্ধে বেশি টাকা নেওয়ার বিস্তর অভিযোগ ওঠে। তাই চিকিত্সদের কাছে টাকা কম নেওয়ার ব্যাপারে আবেদন জানিয়েছিলাম। তাঁরা রাজি হয়েছেন।’
from Uttarbanga Sambad http://ift.tt/2msBb3n
March 01, 2017 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন