স্টকহোম, ০৮ মার্চ- সহিংস আচরণের দায়ে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড জ্লাতান ইব্রাহিমোভিচকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।সুইডেনের এই ফরোয়ার্ড নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়েছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল সংস্থা এফএ। গত শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে ইউনাইটেডের একটি কর্নার নেওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করেছিলেন ইব্রাহিমোভিচ। ঘটনাটি অবশ্য রেফারির চোখ এড়িয়ে গিয়েছিল। নিষেধাজ্ঞার ফলে আগামী সোমবার চেলসির বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার-ফাইনাল এবং লিগে মিডলসবরো ও ওয়েস্টব্রমের বিপক্ষে খেলতে পারবেন না এ মৌসুমে ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা ইব্রাহিমোভিচ। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন তিনি। এফ/০৮:৩৫/০৮মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mzoJ16
March 08, 2017 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top