বার্সেলোনা তারকা নেইমার জানিয়েছেন, ভবিষ্যতে তার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা আছে। সংবাদ মাধ্যমের খবর, ২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ওই সময়ের কোচ লুইস ফন গাল ব্রাজিলের এই তারকাকে ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বার্সেলোনাতেই থাকার সিদ্ধান্ত নেন নেইমার। চলতি মৌসুমে কাতালুনিয়ার ক্লাবটিতে নতুন চুক্তিও করেছেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়, যা শেষ হবে ২০২১ সালে। সম্প্রতি আবারও ইংলিশ লিগে নেইমারের যাওয়ার সম্ভাবনা নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। সংবাদ মাধ্যমের খবর,ব্যক্তিগতভাবে বার্সেলোনার এই তারকার সঙ্গে যোগাযোগ করেছেন ইউনাইটেডের কোচ জোসে মরিনিয়ো। ইংলিশ ফুটবল নিয়ে আগ্রহের কথা জানিয়েছেন নেইমারও। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, এটা এমন একটি প্রতিযোগিতা যা আমাকে বিস্মিত করে। (ইংলিশ লিগের) খেলার ধরণ ও দলগুলোকে আমি পছন্দ করি। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, লিভারপুলকে আমার ভালো লাগে। এই দলগুলো সবসময় শিরোপার জন্য লড়াই করে। এখানে মরিনিয়ো ও (পেপ) গুয়ার্দিওলার মতো শীর্ষ পর্যায়ের কোচরাও আছেন। তারা এমন কোচ, যে কোনো খেলোয়াড় তাদের সঙ্গে খেলতে চাইবে। (ইপিএলে নিজের ভবিষ্যৎ সম্ভাবনায়) কে জানে? আমার ওখানে খেলার ইচ্ছা আছে। চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ২৩টি গোল করেছেন নেইমার। গোল করিয়েছেন আরও ১৪টি। আর/১০:১৪/২০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nsx9bx
March 21, 2017 at 04:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top