উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, ফরাক্কাঃ রঘুনাথগঞ্জের উমরপুরে প্রায় আড়াই একর জমির ওপর তৈরি হবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (এনবিএসটিসি) বাস ডিপো এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে মানুষের এই দাবি মেনে জঙ্গিপুরে বাস ডিপো হওয়ার বিষয়টিতে এবার সরকারি সিলমোহর পড়ল।
রাজ্যের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের পরিবহণমন্ত্রী তথা মুর্শিদাবাদের জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন জেলার পরিবহণ সংক্রান্ত কিছু প্যাকেজ। তার মধ্যে ছিল জঙ্গিপুরও। এর জন্য রঘুনাথগঞ্জের উমরপুরে একটি জায়গা ঠিক করা হয়েছে।
উমরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় আড়াই একর জমিতে এই নির্মাণ কাজ শুরু হবে আগামী এপ্রিল মাস নাগাদ। সাধারণভাবেই ডিপো তৈরি সম্পন্ন করতে প্রায় দেড় বছরের কাছাকাছি সময় লাগবে। ডিপো তৈরির পর বিভিন্ন দিকে যাত্রীর গুরুত্ব বুঝে দূরপাল্লার বাসও ছাড়বে এই ডিপো থেকে এমনটাই জানা গিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2mda7RP
March 11, 2017 at 08:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.