কলম্বো, ১৩ মার্চ- শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং কন্ডিশনে পঞ্চম দিনে খারাপ খেলে লজ্জাজনক পরাজয়ের জন্য নিজেদের অনভিজ্ঞতাকেই দুষলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধাণ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাথুরু জানান, পায়ের নিচে মাটি খোঁজা একটি টেস্ট দলের কাছে আমরা একটু বেশিই চেয়েছি। আমাদের বোলিং লাইনআপ অনেক অনভিজ্ঞ। আমাদের ২০ উইকেট তোলার সুযোগ করতে হবে। সাকিবকে বাদ দিলে বাকিদের ম্যাচের অভিজ্ঞতা মাত্র ১৫। সাকিবও ফর্মে নেই। যাই বলি না কেন আমাদের আরো সময় দিতে হবে। সাকিব ও মুশির আউট নিয়ে বলেন, কেউই আসলে উইকেট বিলিয়ে দিয়ে আসে নি। আসলে তারা বল বোঝার চেষ্টা করতেছিল। সান্দাকান খুব ভাল বল করছিল। ওই ছেলেটির (সান্দাকান) বোলিংয়ে ছিল অনেক বৈচিত্র, রং আন ও চায়নম্যান করছিল। আমার মতে, আমাদের ছেলেরা পিচ করার পর বল পড়ার চেষ্টা করেছে, তাতে করে সাড়া দেয়ার সময় পেয়েছে কম। লেগ স্টাম্পের বলে রান করতে চাওয়া ব্যাটসম্যানদের সহজাত প্রবৃ্ত্তি। এফ/০৯:২০/১৩মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mQNjuD
March 13, 2017 at 03:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন