জাসদ ছাত্রলীগের জাতীয় পতাকা মিছিল-সমাবেশ

২৩ মার্চ স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলনের ঐতিহাসিক ঘটনা স্মরণে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা জাসদ ছাত্রলীগ।
বৃহস্পতিবার দুপুরে  চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ থেকে পতাকা মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি শহীদ সাটু হল মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মনিরুজ্জামান, জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক রামিম হোসেন, সদস্য তসিকুল ইসলাম, সরকারী কলেজ শাখা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, শাহনেয়ামতুল্লাহ কলেজ শাখা সভাপতি আব্দুল ওয়াহেদ প্রমূখ।
বক্তারা, মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা ও স্বাধীনতা অর্জনে যার যার ভুমিকার যথাযথ মর্যাদা দেবার দাবী জানান। তাঁরা জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে একত্রে কাজ করার আহব্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2nh4IfE

March 23, 2017 at 09:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top