কলকাতার হোটেল আগুন, মৃত ২

 

কলকাতা, ৩০ মার্চঃ কলকাতার একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হল দুজনের। বধবার রাত তিনটে নাগাদ আগুন লাগে হো চিন মিন সরণীর ওই হোটেলটিতে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। আসে বিপর্যয় মোকাবিলা টিমও। চারতলা থেকে একজন ও পাঁচতলার স্টাফরুম থেকে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে হোটেলের আবাসিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে বেশ কয়েকজন আবাসিক উপর থেকে ঝাঁপ দেন বলেও জানা গিয়েছে।  দমকলকর্মীরা আবাসিক ও কর্মী মিলিয়ে মোট ৩১ জনকে বাইরে বের করে আনতে সক্ষম হন। মৃত দুজনেই ওডিশার বাসিন্দা বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট না হলেও একতলার রান্নাঘর থেকেই আগুন লেগেছিল বলে অনুমান দমকলকর্মীদের। হোটেলটি অগ্নিসুরক্ষা বিধি মেনে চলছিল না বলেই প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oaW6bO

March 30, 2017 at 11:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top