উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নিউ ইয়র্কঃ ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত এক তালিকা অনুযায়ী ভারত বিলিয়নিয়রের সংখ্যার হিসেবে বিশ্বের চতুর্থতম দেশ। প্রথমবারের জন্য এই বিলিয়নিয়রের সংখ্যা ১০০ ছাড়াল। মোট সংখ্যা ১০১। এই তালিকার শীর্ষে রয়েছেন রিলায়েন্স ইন্ডাট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি।
২০১৭ সালে ফোর্বসের তালিকায় ২০৪৩ জন ধনকুবেরের মোট সম্পত্তির পরিমান ৭.৬৭ ট্রিলিয়ন। গত বছরের চেয়ে ১৮ শতাংশ বেশি। যার মধ্যে ২৩.২ মিলিয়ন ডলারের সঙ্গে ধনীদের তালিকায় ৩৩ নম্বরে রয়েছেন আম্বানি।
এই তালিকায় পরপর টানা চারবার শীর্ষস্থান দখল করে রয়েছেন মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। গত ২৩ বছরের মধ্যে ১৮ বার বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসেবে স্থান দখল করেছেন তিনি।
ইউএস তার বিলিয়নারিসের রেকর্ড ৫৬৫ জনের সঙ্গে প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। এরপরই দ্বিতীয় স্থানে ৩১৯ জনের সঙ্গে রয়েছেন চীন এবং তৃতীয় স্থানে ১১৪ জনের সঙ্গে জার্মানি ।
from Uttarbanga Sambad http://ift.tt/2moTx5U
March 21, 2017 at 07:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন