উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ উত্তরপ্রদেশে বিপুল ভোটে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ৩০তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে রাজনীতির বিতর্কতে যাননি। পরিবর্তে দেশের পরিবর্তনের শরিক হতে বলেছেন দেশবাসীকে।
আকাশবাণীর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের ১২৫ কোটি মানুষ নতুন ভারত গড়তে তাঁদের কিছু অবদান রাখতে চান। নতুন ভারত গড়া কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, নয় কোনো রাজনৈতিক দলের ইস্তাহারের প্রতিশ্রুতি। এটা সরকারি প্রকল্পও নয়। নতুন ভারত গড়ার বিষয়টি কোটি কোটি ভারতবাসীর আবেগের স্বপ্ন।’ প্রধানমন্ত্রীর আশা, ১২৫ কোটির শক্তি ও দক্ষতায় গড়ে উঠবে দিব্য ও ভব্য ভারত।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে ১২৫ কোটি ভারতীয় আড়াই হাজার কোটি টাকার ডিজিট্যাল লেনদেন করেছে। এইভাবে দেশের মানুষ নগদহীন অর্থব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ায় তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন।
‘মন কি বাত’ এর অনুষ্ঠানে কর্মরত মহিলাদের সংখ্যাবৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন মোদি। তাঁদের একটা বড়ো অংশ জননী রূপে সাংসারিক দায়িত্ব পালন করেন। কর্মরত মায়েরা যাতে সদ্যোজাতের ঠিকমতো দেখাশোনা করতে পারেন সেজন্য তাঁদের ছুটির মেয়াদ বাড়িয়ে ২৬ সপ্তাহ করার প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আজকের শিশুরা দেশের ভাবী নাগরিক। সেটা ভেবেই এটা করা হয়েছে। আগামী ৭ এপ্রিল বিশ্বস্বাস্থ্য দিবস। সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এ বছর আন্তর্জাতিক স্বাস্থ্যদিবসে ‘বিষণ্ণতা কাটিয়ে তোলার’ বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। মানসিক স্বাস্থ্যেরই একটি দিক বিষণ্ণতা। মন বিষণ্ণ থাকলে কাজ ঠিকমতো হয় না। তাই মানসিক প্রফুল্লতা প্রয়োজন রয়েছে।’
স্বচ্ছ ভারতের প্রসঙ্গ তোলার পাশাপাশি খাবার নষ্ট করাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, ঠিক যতটুকু দরকার ততটুকু খাবারই নেওয়া দরকার। খাবারের অপচয় মানে গরিবের প্রতি অন্যায়।
বাংলাদেশের ৪৬তম স্বাধীনতা দিবসে সেদেশের মানুষকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভরত ও বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ সহযোগী জানিয়েছেন সেকথাও।
from Uttarbanga Sambad http://ift.tt/2nU5dNP
March 26, 2017 at 11:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন