লাহোর, ০৩ মার্চ- সীমান্ত নিয়ে ভারত আর পাকিস্তানের মধ্যে বিরোধ নতুন নয়। এ নিয়ে প্রাণও হারাচ্ছেন অনেকে। এর জন্য একে অপরকে দোষারোপ করে থাকেন। সীমান্তের ওই ঘটনার জেরে সম্প্রতি দেশ দুটির সিনেমা জগতেও পড়েছে। পাকিস্তানের যুব সম্প্রদায় নাকি ভারতীয় বিশেষ করে বজরঙ্গি ভাইজান খ্যাত সালমান খানের ছবির কারণে ভুল পথে পরিচালিত হচ্ছে। এ অভিযোগ পাকিস্তানের অভিনেত্রী রাবি পিরজাদা৷ এ জন্য দেশটির লাহোরে এক সাংবাদিক সম্মেলনে দাবাং তারকাকে রীতিমতো তুলাধুনা করেছেন তিনি৷ পাকিস্তানের ওই অভিনেত্রীর দাবি, পাকিস্তানের সিনেমায় নাকি হামেশাই যুব সম্প্রদায়ের জন্য কিছু না কিছু বার্তা থাকে৷ কিন্তু বলিউডের সিনেমায় প্রায়ই অপরাধ ও অপরাধ প্রবণতাকে তুলে ধরা হয়৷ তাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য স্মরণ করা হয় না। সালমান খানের সিনেমায় এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়৷ যুব সম্প্রদায়কে ভুল পথে চালিত করছেন কিক তারকা সালমান। এমন গুরুতর অভিযোগ পাক অভিনেত্রীর৷ রাবি পিরজাদা প্রশ্ন তুলে বলেন, যুবকেরা ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে কি শিখছে? দেখে মনে হচ্ছে তারা শুধু অপরাধ প্রচার করছে। তিনি বলেন, একটা সময় ছিল যখন পাকিস্তানি সিনেমা ছিল শিখরে। নৈতিকতার শিক্ষা এবং সামাজিক অবস্থানের ওপর ভিত্তি করে ছবি তৈরি হতো। আমরা আমাদের চলচ্চিত্রের মাধ্যমে সমাজের ভালো করার চেষ্টা করছি। কিন্তু বলিউড সব বদলে দিচ্ছে। এফ/০৯:৩০/০৩মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2myZxsx
March 03, 2017 at 03:22PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন