মুম্বাই, ০৭ মার্চ- প্রত্যেক মুহূর্তেই তারকাদের সম্পর্কের সমীকরণ যেন পাল্টে পাল্টে যায়। অনেক তারকাই একাধিক বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। আর তাদের সন্তানরা পেয়েছে সৎমা। কারও কারও সঙ্গে সঙ্গে সন্তানদের সম্পর্ক এক্কেবারে বন্ধুর মতো। আবার কেউ কেউ সৎমায়ের মুখটিও দেখতে চান না। এমন অদ্ভুত সম্পর্কের রসায়ন রয়েছে বলি সেলেবদের অন্দরমহলে। তবে জানেন কি, সেই সব সৎমাদের সঙ্গে সন্তানদের বয়সের পার্থক্য কত? সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মা ১৯৯৬ এ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান। তাদের এক মেয়ে, নাম ত্রিশলা। এর পরে ২০০৮ এ মান্যতাকে বিয়ে করেন সঞ্জয়। ত্রিশলার চেয়ে সঞ্জয়ের স্ত্রী মান্যতা মাত্র ৯ বছরের বড়। হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রেম কাহিনী তো সবারই জানা। ধর্মেন্দ্রর প্রথম পক্ষের বড় ছেলে সানি দেওলের চেয়ে ড্রিমগার্ল হেমা মাত্র ৯ বছরের বড়। হেমা জন্মেছিলেন ১৯৪৮ এ। আর সানি দেওল ১৯৫৭ সালে, তার ঠিক ৯ বছর পর। কবীর বেদীর দ্বিতীয় স্ত্রী প্রবীণ দুসাঞ্জ। তিনি তার সৎমেয়ে পূজা বেদীর চেয়ে পাঁচ বছরের ছোট। পূজা জন্মেছিলেন ১৯৭০ এ। আর প্রবীণের জন্ম ১৯৭৫ এ। ২০০৫ সালে আমির খান তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে বিয়ে করেন। কিরণ আমিরের প্রথম সন্তান জুনেইদের চেয়ে ২০ বছরের বড়। মহেশ ভাটের বড় মেয়ে পূজা ভাটের চেয়ে তার দ্বিতীয় স্ত্রী সোনি রাজদান ১৬ বছরের বড়। তাদের মধ্যে বয়সের এতটা ফারাক হওয়া সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে বন্ধুর মতো মেশেন। বলিউডে কান পাতলেই শোনা যায় অর্জুন কাপুর এবং তার সৎমা শ্রীদেবী কেউই একে অপরের মুখ দেখেন না। অর্জুনের কাছে শ্রীদেবী শুধুমাত্র তার বাবা বনি কাপুরের স্ত্রী। শ্রীদেবী অর্জুনের চেয়ে ১৮ বছরের বড়। সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের মধ্যে বয়সের ফারাক অনেকটাই। কিন্তু জানেন কি বেবো সাইফের প্রথম পক্ষের মেয়ে সারা আলি খানের চেয়ে মাত্র ১৩ বছরের বড়। আর/১৭:১৪/০৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mRMhzl
March 07, 2017 at 11:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top