বার্সেলোনা, ১৩ মার্চ- চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পাঁচদিনের মাথায় বার্সেলোনাকে মাটিতে নামালো দেপোর্তিভো লা করুণা। লা লিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারের লজ্জায় ডুবিয়েছে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। সার্জিও রামোসের শেষদিকের গোলে রিয়াল বেটিসের বিপক্ষে সমান ব্যবধানর জয় তুলে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা। শেষ ষোলোর প্রথম লেগে ৪-০ ব্যবধানে পিছিয়ে থেকেও পিএসজিকে ৬-১ গোলে (৬-৫ অ্যাগ্রিগেট) হারিয়ে উজ্জীবিত বার্সাই দেপোর্তিভোর মাঠে ধরাশায়ী। ঘরোয়া লিগ শিরোপার দৌড়ে বড় এক ধাক্কাই খেল কাতালানরা। ইনজুরির কারণে এ ম্যাচটিতে খেলতে পারেননি পিএসজি বধের নায়ক নেইমার। লিগে টানা ছয় ম্যাচ জয়ের পর হারের স্বাদ নিল লুইস এনরিকের বার্সা। এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দেপোর্তিভো। ৪০ মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন ফরোয়ার্ড জোসেলু। বিরতির পরপরই দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। ম্যাচের ৭৪ মিনিটে ভিজিটরদের জালে বল পাঠান মিডফিল্ডার অ্যালেক্স গার্সিয়া। আপ্রাণ চেষ্টা করেও পয়েন্ট বাঁচাতে ব্যর্থ হন মেসি-ইনিয়েস্তারা। নির্ধারিত সময় শেষে একরাশ হতাশাই সঙ্গী হয়। বার্সার হারের দিনে জয় উদযাপন করে রিয়াল। ফেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। কিন্তু, হোম ভেন্যুতে শুরুটা ভালো ছিল না। সান্তিয়াগো বার্নাব্যুতে ২৪ মিনিটেই বেটিসকে লিড এনে দেন আর্নালদো সানাব্রিয়া। প্রথমার্ধের কয়েক মিনিট আগে দলকে সমতায় ফেরান ক্রিস্টিয়ানো রোনালদো। নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে জয়সূচক গোলে সতীর্থ উদযাপনের মধ্যমনি বনে যান অধিনায়ক সার্জিও রামোস। এর মিনিট তিনেক আগে ডিফেন্ডার ক্রিস্টিয়ানো পিচিনির লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় বেটিস। পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সা। দুই পয়েন্ট এগিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল। বার্সার সমান ম্যাচে যথাক্রমে তিন ও চার নম্বরে সেভিয়া (৫৭), অ্যাতলেতিকো মাদ্রিদ (৫২)।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mQYqDT
March 13, 2017 at 04:30PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন