লন্ডন, ১৩ মার্চ- বিয়ের পর স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ভালই সময় কাটাচ্ছেন লাস্যময়ী বিপাশা বাসু। নবদম্পতির আনন্দের মুহূর্তের বিভিন্ন ছবি মাঝে-মধ্যেই ভেসে ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এরই মধ্যে এক অনুষ্ঠানকে ঘিরে বেজায় বিপত্তিতে পড়েছেন বিপস। লন্ডনের একটি ব়্যাম্প শোয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শেষ মুহূর্তে তিনি জানিয়ে দেন, অনুষ্ঠানে উপস্থিত হতে পারবেন না তিনি। আর সেই নিয়েই উদ্যোক্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন বলি ডিভা। দুই উদ্যোক্তা গুরবাণী কৌর ও রণিতা শর্মা এবার হুমকি দিয়েছেন, ক্ষতিপূরণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে বিপসকে। তাঁদের বক্তব্য, বিপাশা খোলা চিঠিতে আত্মপক্ষ সমর্থনে যে সব কথা লিখেছেন, তার বেশিরভাগই মিথ্যে। যদি এক সপ্তাহের মধ্যে তিনি ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ না দেন, তবে তাঁর গোপন কথা ফাঁস করে দেবেন তাঁরা। লন্ডনে বিপাশা যা যা করেছেন, এই কদিনে তার প্রমাণও জোগাড় করেছেন উদ্যোক্তারা। গুরবাণীর আরও দাবি, বচসায় জড়িয়ে বিপাশা নাকি তাঁর ম্যানেজার সানার গায়ে আঁচড় বসিয়েছিলেন। লন্ডনের ওই শোয়ে শো-স্টপার হিসেবে র্যাম্পে হাঁটার কথা ছিল বিটাউনের এই হট অভিনেত্রীর। কিন্তু শেষমেশ তিনি হাজির না হওয়ায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে উদ্যোক্তাদের। গুরবাণী জানান, সেই অর্থ বিপাশা না দিলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তাঁরা। এতে অর্থের পাশাপাশি তাঁদের সম্মানহানিও ঘটেছে বলে জানান তাঁরা। বিপাশাকে চূড়ান্ত অপেশাদার বলেও কটাক্ষ করা হয়েছে। এফ/২১:০৭/১৩ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nfGR18
March 14, 2017 at 03:07AM
13 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top