রবিন হুড। ইংরেজ লোককাহিনীর এ নায়ক বাংলাদেশেও বেশ জনপ্রিয়। এই চরিত্রটি নিয়ে সিরিয়াল হয়েছে, সিনেমাও নির্মিত হয়েছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি জানালেন, এক সময় রবিন হুডকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে কল্পনা করতেন।
বৃহস্পতিবার দুপুরে বিএফডিসির কড়ই তলায় মুস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ সিনেমার শুটিং করছিলেন মাহি। শুটিংয়ের অবসরে তার সঙ্গে আলাপ চলছিল বিভিন্ন বিষয় নিয়ে। ছোটবেলার প্রসঙ্গ আসতেই আলোচনার এসে পড়ে রবিন হুড।
মাহি বলছিলেন, ‘তখন অনেক ছোট আমি। বিটিভিতে রবিন হুড নামে একটি সিরিয়াল প্রচার হতো। এই অনুষ্ঠান দেখেই রবিন হুড চরিত্রটির প্রতি দুর্বলতা কাজ করত। তাকে বয়ফ্রেন্ড হিসেবে কল্পনা করতাম।’
তিনি আরো বললেন, ‘ছোটবেলা কতই না মজার ছিল। কল্পনার আকাশটা কতই না বড় ছিল তখন। সবসময় মিস করি সেই সময়গুলোকে।’
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2n2XxnX
March 26, 2017 at 12:08AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.