উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, চেন্নাইঃ শ্রীলঙ্কা নৌসেনার গুলিতে নিহত এক ভারতীয় মত্সজীবী। গুলিতে আহত আরও ৩জন। ঘটনাস্থল তামিলনাড়ু উপকূলের কাটচাথীভুর দ্বীপ। সোমবার রাতে ঘটনাটি ঘটে।
তামিলনাড়ুর মধ্য রামেশ্বরমের কাছে মাছ ধরার সময় নৌসেনার এক কর্মী হঠাৎ মত্সজীবীদের উদ্দেশ্য করে গুলি চালাতে শুরু করে। গলায় গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ব্রিডগোর (২২)। বাকি তিন সঙ্গী পায়ে গুলির আঘাত নিয়ে উপকূলে পৌঁছতে সক্ষম হয়। দেহ নিয়ে যাওয়া হয়েছে রামেশ্বরম সরকারি হাসপাতালে।
ঘটনায় উত্তপ্ত গোটা তামিলনাড়ু। ভারতীয় মৎস্যজীবীদের ওপর শ্রীলঙ্কা নৌসেনার হেনস্থা রুখতে সম্পূর্ণ ব্যর্থ তামিলনাড়ু সরকার, কেন্দ্রীয় সরকারকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী।
অভিযুক্ত নৌসেনা কর্মীকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। ডিএমকে-র কার্যনির্বাহী সভাপতি এম কে স্ট্যালিন আবেদন জানিয়েছেন, কেন্দ্র সরকারের উচিত কড়া পদক্ষেপ নেওয়ার। আন্তর্জাতিক আলোচনা করার।
তামিলনাড়ু সরকার মৃতের পরিবারের জন্য ৫ লক্ষ ও আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2lReGQW
March 07, 2017 at 02:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন