কুমিল্লা সিটির উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দিন —নাফিসা কামাল

নিজস্ব প্রতিবেদক ● আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার ২৩ নং ওয়ার্ডের চাঙ্গিনী এলাকায় মহিলাদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের (লোটাস কামাল) মেয়ে ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল।

এসময় তিনি বলেন, গত সিটি কর্পোরেশন নির্বাচনের পর প্রাচীন জেলা শহর হিসেবে কুমিল্লায় তেমন দৃশ্যমান উন্নয়ন হয়নি। কুমিল্লার উন্নয়নের লক্ষ্যে আগামী সিটি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাসহ আওয়ামীলীগ দলীয় কাউন্সির প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করুন। নৌকা প্রতীকের প্রার্থীরা ৩০ মার্চের নির্বাচনে বিজয়ী হলে কুমিল্লার চিত্র পরিবর্তিত হবে। নৌকা বাংলাদেশের দেশের উন্নয়নের প্রতীক ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের দক্ষিণের (১৯-২৭) ৯টি ওয়ার্ড গত পাঁচ বছর ছিল উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত। সিটি কর্পোরশনের দক্ষিণের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা সহ সকল নাগরিক সেবা প্রদানের মাধ্যমে অবহেলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সকলের কাছে আগামী ৩০ মার্চ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সীমাকে ভোট দিন।

আগামী সিটি নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমা মেয়র নির্বাচিত হলে দক্ষিণের ৯টি ওয়ার্ডের মানুষের সেবা প্রদানের লক্ষ্যে সপ্তাহে দুই দিন দক্ষিণ সিটি কার্যালয়ে অফিস করবেন বলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। এছাড়াও সীমা শিক্ষিত পরিবারের একজন সুশিক্ষিত প্রার্থী। সুষ্ঠু সমাজ ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থাসহ সকল নাগরিক উন্নয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা অগ্রনী ভূমিকা রাখবেন।

এ সময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন তসলিম, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালেক বি.কম, সাধারণ সম্পাদক আবু তাহের মজুঃ, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আলহাজ আব্দুল কাদের মজুমদার বুলু, মহানগর আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আলহাজ আব্দুল মালেক ভূঁইয়া, মনির মৈশান, গাজী সাদেকুর রহমান, নির্মল চন্দ্র ঘোষ, বিজয় রতন দেবনাথ, মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, বিজয়পুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা, চৌয়ারা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল মমিন উপস্থিত ছিলেন।



from Comillar Barta™ http://ift.tt/2nsdlEv

March 23, 2017 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top