সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ে স্বর্ণকিশোরী ক্লাবের স্বাধীনতা দিবস পালন

মহান স্বাধীনতা দিবসে শিবগঞ্জ উপজেলা স্বর্ণকিশোরী সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নায়লা তাহমিনার উদ্যোগে স্বর্ণকিশোরী সুরক্ষা ক্লাবের সদস্যদের নিয়ে শপথ বাক্য পাঠ ও স্বর্ণকিশোরী গান পরিবেশন করা হয়। রবিবার বিকেলে সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই অনুষ্ঠান হয়। এসময় অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মাহাতাব উদ্দিন, অব. সরকারি কলেজ শিক্ষক শাহ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। বক্তারা কিশোরীদের সুরক্ষা ও বাল্য বিবাহ রোধে চ্যানেল আই’র স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের নেয়া উদ্যাগের প্রসংশা করেন। বিদ্যালয়ে সহ¯্রাধিক শিক্ষার্থীদের স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের শপথ বাক্য পাঠ করান শিবগঞ্জ উপজেলা স্বর্ণকিশোরী নায়লা তাহমিনা। অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2naigae

March 27, 2017 at 09:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top