মুম্বাই, ০৬ মার্চ- রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের অবদান চিরন্তন। নানী দাদীদের আমল থেকে ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার হয়ে আসছে। বলিউউ তারকা প্রিয়াঙ্কা চোপড়াও আছেন এই তালিকায়। কিছুদিন আগে তিনি বিশ্বখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এ এমন কিছু ঘরোয়া উপায় বলেছেন যা ত্বক, ঠোঁট এবং চুলের জন্য অসাধারণ। আপনাদের জন্য প্রিয়াঙ্কা চোপড়ার রূপ রহস্য তুলে ধরা হলো। ১। ঠোঁটের যত্নে সৌন্দর্যের অন্যতম একটি অংশ হলো ঠোঁট। এই ঠোঁটের যত্ন নিতে পারেন সি সল্ট দিয়ে। একটি পাত্রে সি সল্ট, ভেজিটেবল গ্লিসারিন এবং গোলাপ জল দিয়ে দিন। সবগুলো একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ঠোঁটের উপর স্ক্রাব করুন কিছুক্ষণ। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন। সি স্লট ত্বক থেকে মৃত চামড়া দূর করে ত্বক পরিষ্কার করে। ২। ত্বকের যত্নে একটি পাত্রে বেসন, টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঘন হলে এতে দুধ, চন্দনের গুঁড়ো, লেবুর রস, হলুদের গুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করুন। খুব বেশি হলুদের গুঁড়ো ব্যবহার করা থেকে বিরত থাকুন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করুন। তৈলাক্ত ত্বক হলে এতে দুধ, লো ফ্যাট টকদই ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, ফ্লেভারড টকদই ব্যবহার করা যাবে না। এই মিশ্রণটি ত্বকে ব্যবহার করে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে স্ক্রাব করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিজেই নিজের পার্থক্য দেখতে পাবেন। ৩। মাথার তালুর যত্নে একটি পাত্রে টকদই, এক চামচ মধু এবং একটি ডিম মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটি চুলে ব্যবহার করুন। তারপর বেবি শ্যাম্পু এবং কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি মাথার তালুর শুষ্কতা দূর করে খুশকি প্রতিরোধে সাহায্য করে। প্রিয়াঙ্কা চোপড়ার মুখে শুনে নিন সম্পূর্ণ পদ্ধতিটি। আর/১৭:১৪/০৬ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lSKhm4
March 07, 2017 at 01:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top