লিওনেল মেসির ছবির আড়ালেই চলছে ভয়ঙ্কর কুকর্ম। আর্জেন্তাইন মহাতারকাও জানেন না তাঁর নাম ভাঁড়িয়ে কী চলছে। জানলে বার্সার বর্শা যে কী করতেন, তা তিনিই ভাল বলতে পারবেন। কিছু না করেই আর্জেন্তাইন মহাতারকার নাম জড়িয়ে গেল মাদক চোরাচালানের সঙ্গে। বার্সেলোনা মহাতারকার কানে এই সংবাদ পৌঁছলে তিনি হয়তো অক্কা পাবেন! এলএম ১০-এর ছবিতে মুড়ে বিপুল পরিমাণ কোকেন পাচার করার চেষ্টা চালিয়েছে লাতিন আমেরিকার মাদক পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে পেরুতে। লাতিন আমেরিকার এই দেশটি থেকে প্রায় দেড় হাজার কেজি কোকেন পাচার করার চেষ্টা চালানো হচ্ছিল বেলজিয়ামে। পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য অভিনব পদ্ধতিও গ্রহণ করা হয়েছিল। কী সেই পদ্ধতি? প্রায় সাড়ে ৮ কোটি ডলার মূল্যের ১,৪১৭ কেজি কোকেন বেলজিয়ামে পাচার করার জন্য কোকেনের প্যাকেটের গায়ে সেঁটে দেওয়া হয়েছিল মেসির নাম ও বার্সা-খ্যাত ফুটবলারের ছবি। শুধু মেসির ছবিই নয়, বার্সেলোনা এফসি ক্লাবের লোগোও ব্যবহার করা হয়েছিল কোকেনের প্যাকেটে। অবশ্য পুলিশের বক্তব্য অনুযায়ী, এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি। মেসির গোল করার দিনে বড় হয়ে দেখা দিল এই ঘটনা। অথচ ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখলে আর্জেন্তাইন ম্যাজিশিয়ান এদিন কিন্তু শাপমুক্তি ঘটালেন। কোপা আমেরিকার ফাইনালে চিলির বিরুদ্ধে পেনাল্টি শুট আউট থেকে গোল করতে পারেননি মেসি। আর্জেন্তিনাও হেরে গিয়েছিল ফাইনালে। তার পরেই মেসি ঘোষণা করে দিয়েছিলেন, তিনি আর দেশের হয়ে খেলবেন না। আর্জেন্তাইন তারকা আবার ফিরে এসেছেন জাতীয় দলের জার্সিতে। এদিন ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি পায় আলবিসেলেস্তেরা। আর দুনিয়ার রহস্যময় সরণী থেকে চিলির গোলকিপার ক্লদিও ব্রাভোকে বোকা বানিয়ে গোল করতে ভুল করেননি মেসি। তাঁর গোলেই আর্জেন্তিনা হারাল চিলিকে। আর/১২:১৪/২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nN04XY
March 25, 2017 at 06:11AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top