নয়াদিল্লি, ৩১ মার্চঃ অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্য কেন্দ্রীয় সরকার ‘জেড প্লাস’ সশস্ত্র নিরাপত্তার ব্যবস্থা করল।
ভারতের উচ্চ পদাধিকারীদের মধ্যে যাদের জীবন খুব ঝুঁকিপূর্ণ, শুধুমাত্র তাদের জন্যই ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা বরাদ্দ। উত্তরপ্রদেশের সদ্য ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রীর জীবনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেই এই সিদ্ধান্ত কেন্দ্রের।
সূত্রের খবর, গোরক্ষপুরের সাংসদ হিসাবে এতদিন তিনি পেতেন ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা। জেড প্লাস ক্যাটাগরিতে তাঁর সঙ্গে থাকবেন সিআইএসএফ কম্যান্ডোরা। এছাড়া যোগীর সরকারি বাসভবনেও থাকবেন কম্যান্ডোরা।
এখন থেকে ভিভিআইপি এই নিরাপত্তা ব্যবস্থায় সবসময়ের জন্য তাঁর সঙ্গে থাকবে, ২৫ থেকে ২৮ জনের একটি সশস্ত্র কম্যান্ডো দল, হাতে থাকবে অত্যাধুনিক অস্ত্র। তাঁর কনভয়ে থাকবে জ্যামার সহ পাইলট ও এসকর্ট গাড়ি।
from Uttarbanga Sambad http://ift.tt/2olDrHt
March 30, 2017 at 10:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.