হাসপাতালে রক্ষীদের সঙ্গে রোগীর পরিবারের সংঘর্ষ

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ রোগীর পরিজনের সঙ্গে রায়গঞ্জ হাসপাতালের নিরাপত্তা কর্মীদের মধ্যে হাতাহাতি ও লাঠিচার্জের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জ হাসপাতাল ক্যাম্পাস। লাঠি দিয়ে মেরে যুবকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় আহত ২ মহিলা সহ ৪ জন। তারা প্রত্যেকেই রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিত্সাধীন।

অভিযোগ, মালদার মানিকচকের নারায়ণপুর থেকে বোনের সদ্যোজাত শিশুকন্যাকে দেখতে আসেন আবদুল রহিম এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য। কিন্তু প্রসূতি বিভাগে ঢোকার সময় নিরাপত্তারক্ষীরা বাধা দেয় এবং গালিগালাজ করে। এর প্রতিবাদ করেন রহিম। এরপরই নিরাপত্তারক্ষীরা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে রহিম সহ পরিবারের অন্যান্য সদস্যদের।

এব্যাপারে হাসপাতাল সুপারকে অভিযোগ করেন রহিম। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরও করা হয়েছে।

এপ্রসঙ্গে হাসপাতাল সুপার গৌতমকুমার মণ্ডল বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত করা হবে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু-পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল।’ তাছাড়া ৩ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহতদের চিকিত্সা শুরু হয়েছে। পুলিশকে এব্যাপারে অভিযোগ জানানো হয়েছে সুপারের তরফ থেকে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mtncck

March 10, 2017 at 08:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top