গল, ০৭ মার্চ- জুটিটা ক্রমেই বিষফোঁড়া হয়ে যাচ্ছিল বাংলাদেশের জন্য। ৯২ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন অ্যাশলে গুণারত্নে এবং কুশল মেন্ডিস। দুজনে মিলে ১৯৬ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেছেন কুশল। আর ১৩৪ বলে ৭ বাউন্ডারিতে ৮৫ রান করা গুনারত্নেকে বোল্ড করে দিয়ে টাইগারদের ম্যাচে ফেরালেন তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। অপর প্রান্তে কুশল মেন্ডিস অপরাজিত আছেন ১৫৪ রানে। দলীয় ৯২ রানে দিনেশ চান্দিমালকে বিখ্যাত অফ কাটারে মেহেদী মিরাজের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজুর রহমান। এরপরই এই দুজনে জুটি গড়ে বিপদ সামাল দেন। দুজনে মিলে ৪৩ ওভার ব্যাট করেছেন। রান তোলার রেট ছিল ৪.৫৫। অনেকটা ওয়ানডে স্টাইলে। মুস্তাফিজের কাটার আর সাকিবের ঘূর্ণি সামলে ১৪৩ বলে তিন অংকে পৌঁছান কুশল মেন্ডিস। সৌম্য সরকারকে বাউন্ডারি হাঁকিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন তিনি। এছাড়া শ্রীলঙ্কার বাকী দুটি উইকেট নিয়েছেন শুভাশিস রায় এবং মেহেদী হাসান মিরাজ। উইকেটশুন্য আছেন সাকিব আল হাসান। নিয়মিত বোলার ছাড়াও উইকেট তুলে নিতে সৌম্য সরকার এবং মাহমুদ উল্লাহ রিয়াদকেও ব্যবহার করেছেন মুশফিক। কিন্তু তারা এখনও কোনো শিকার ধরতে পারেননি। আর/১৭:১৪/০৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mwAkhu
March 08, 2017 at 12:07AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top