ইসলামাবাদ, ০৪ মার্চ- এমনিতেই পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক নেই বলিউডের। উরি হামলার পর পাকিস্তানি তারকারা নিষিদ্ধ হন ভারতে। ওদিকে পাকিস্তানে বলিউড ছবি ছাড়া যেন চলেই না। বলিউড মানেই যেখানে সালমান খান, সেখানে সালমানের সিনেমা নিয়ে বিরূপ মন্তব্য করে বসলেন পাকিস্তানি গায়িকা এবং অভিনেত্রী রবি পিরজাদা। পাকিস্তানি তারকার মতে, সালমানের ছবিগুলি হিংসাত্মক কার্যকলাপকে উৎসাহিত করে। তিনি বলেন, বলিউডে যত ছবি মুক্তি পায়, তার অধিকাংশ অপরাধ বা অপরাধমূলক কার্যকলাপ সংক্রান্ত। বিশেষ করে সালমান খানের ছবি। পাক অভিনেত্রীর দাবি, এর ফলে সমাজে আরও অপরাধপ্রবণতা বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, কয়েক দশক আগেও পাকিস্তানি চলচ্চিত্রের একটা সুনাম ছিল। কিন্তু বর্তমানে এমনটি আর নেই। পাকিস্তানের মানুষই নিজেদের দেশের ছবি দেখার থেকে বলিউডি ছবি দেখতে বেশি পছন্দ করেন। ফলে এখন ব্যবসার খাতিরে তাদের অনেকটাই নির্ভর করতে হয় বলিউডের ওপরই। প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি টেলিভিশনের একটি টক শোতে সালমানকে সস্তা বা তুচ্ছ বলে সম্বোধন করেন পাক অভিনেত্রী সাবা কামার। তবে এখানেই শেষ নয়, সালমানের নাচের স্টাইল নিয়েও সমালোচনা করেছিলেন সেই অভিনেত্রী। সূত্র- ডেকান ক্রনিকলস এফ/০৯:০৫/০৪মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mnZY8m
March 04, 2017 at 03:04PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন