বিশ্বনাথে সরকারি জায়গায় দেয়াল নির্মাণের অভিযোগ

20161105082738বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সরকারি জায়গায় দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। দখরদারকে উচ্ছেদ করে সরকারি সম্পত্তি রক্ষা ও জনসাধারণের চলাচলের ব্যবস্থার দাবীতে সিলেট জেলা প্রশাসক’র কাছে অভিযোগ দিয়েছেন এলাকাবাসি।

অভিযোগে প্রকাশ, উপজেলার সদর ইউনিয়নের ধর্মদা গ্রামের জাগরণ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ ও পশ্চিমে ৬০৩২ আর, এস দাগে সরকারি রাস্থা ও ৫৬০৫ ও ৫৫৯৭ দাগে সরকারের মালিকানাধীন ভুমি অবৈধ দখল করে দেয়াল ও স্থাপনা নির্মাণ করছেন মোহাম্মদপুর গ্রামের সীতাব আলীর ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর ও মুজম্মিল আলীর ছেলে আসাদুজ্জামান নূর গং।

অবৈধ দখল উচ্ছেদ করার দাবীতে গত ৭ মার্চ ধর্মদা, মোহাম্মদপুর, তাঁতীকোনা ও সাধুগ্রামের বাসিন্দারা সিলেট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগপত্রে ধর্মদা গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে খলিলুর রহমান ও মৃত গনু মিয়ার ছেলে সুজন মিয়াসহ এলাকার অনেকেরই স্বাক্ষর রয়েছে।

তদন্ত করে ব্যবস্থা নিয়ে অভিযোগটি বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ১৯ মার্চ প্রেরণ করা হয়।

এদিকে দরখাস্তের প্রেক্ষিতে গত ২২ মার্চ সদর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নির্মল পাল চৌধুরী সরেজমিন জায়গা পরির্দশন করে দেয়াল নির্মাণের কাজ বন্ধ রাখতে বললেও তারা কাজ অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান নূর’র সাথে কথা হলে তিনি বলেন, হীন উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে গ্রামের সহজ-সরল মানুষদের ধোঁকা দিয়ে প্রতারণার মাধ্যমে স্বাক্ষর নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।

অভিযোগকারী খলিলুর রহমান বলেন, ওরা সরকারের খাস জমি অবৈধ দখল করে দেয়াল ও স্থাপনা নির্মমাণ করছে। তদন্ত করলেই বিষয়টির সত্যতা বেরিয়ে আসবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nPgWxz

March 24, 2017 at 05:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top