আটলান্টিকের নীচে মিলল সোনার খনি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সমুদ্রের বিশাল স্বর্ণের খনি আবিষ্কারের তথ্য উঠে এসেছে ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযান থেকে। আরওভি ডিপ ডিসকভার নামে একটি জলযান পাঠিয়ে এই অভিযান চালিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। আটলান্টিক মহাসাগরের গভীরে এই অভিযান চালানো হয়। অভিযাত্রীদের দাবি, সমুদ্রের তলায় ডুবে থাকা সোনার পরিমাণ কম করে হলেও ২ লক্ষ টন। সমুদ্রের তলায় মাইল দুয়েক ছড়িয়ে আছে এই সোনার খনি। দলটি আরও দাবি করে, শুধুমাত্র এইটুকু সোনা নয়, অন্তত ৩ লক্ষ ডুবন্ত সোনা থাকতে পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2nkT3MW

March 24, 2017 at 11:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top