যে কোনো সময় বিশ্বনাথ ছাত্রলীগের কমিটি ঘোষনা

index-24

মো. আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি ::বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সম্মেলন গত বৃহস্পতিবার উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রীয়-জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সম্মেলন শেষে ছাত্রলীগের পদ-পদবি প্রাপ্ত নেতাদের সিভি জমা দেয়ার নিদের্শ দেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। কিন্তু আজ রোববার দুপুরে এরির্পোট লেখা পর্যন্ত কমিটি ঘোষনা করা হয়নি।

তবে যেকোনো সময় বিশ্বনাথ ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা হতে পারে এমটাই জানাগেছে ছাত্রলীগ নেতাকর্মীর সঙ্গে আলাপকালে। কবে আসবে কমিটি, কারা আসছেন নেতৃত্বে এনিয়ে চলছে ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে কানাঘোষা। গত বৃহস্পতিবার সম্মেলন শেষে পদ-পদবি প্রাপ্ত নেতারা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের কাছে সিভি নিয়ে জমা দিয়েছেন অনেকেই। গভীর রাত পর্যন্ত ছাত্রলীগ নেতাকর্মীরা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সঙ্গে অবস্থান করেন। কাঙ্খিত পদ পেতে চলছে জোর লবিং। রোববারও সকালে আবার অনেকে ছাত্রলীগ নেতা জেলা মুখি ছিলেন।

উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা ছাত্রলীগের নির্দশনা অনুযায়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা। জেলা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সর্বশেষ রোববার দুপুর পর্যন্ত সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে আগ্রহী ৪০ জন নেতাকর্মী  জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সম্মেলনের তিনদিন পরও কমিটি ঘোষনা না হওয়ায় হতাশায় ভুগছেন নেতাকর্মীরা।

বিভিন্ন সূত্রে গেছে, নিজ পছন্দের কর্মীকে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে রাখার জন্য দেশ-বিদেশে থাকা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জোর লবিং চালিয়ে যাচ্ছে। যার ফলে কমিটি গঠন প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলে জানাগে। তবে খুবই শিগগিরই বিশ্বনাথ ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হবে। কমিটির একটি খশড়া তালিকা তৈরি করা হয়েছে। সেটা যাচাই-বাচাই চলছে বলে ওই সুত্র জানায়।

ছাত্রলীগের কমিটি গঠন করার কেন্দ্র করে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে ভিতরে ভিতরে দ্ধন্ধ দেখা দিয়েছে এমটাই জানিয়েছে একটি সূত্রে। কারা আসছেন ছাত্রলীগের নতুন নেতৃত্বে এনিয়ে চলছে এলাকায় ব্যাপক আলাপ-আলোচনা। তবে কারা আসছেন ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব তা এখনও বলা খুবই মুশকিল। তার জন্য আরও দুই-একদিন অপেক্ষা করতে হবে।

এব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ বলেন, এখন পর্যন্ত (রোববার দুপুর) ৪০জন নেতাকর্মী সিভি জমা দিয়েছেন। তবে খুব শীঘ্রই বিশ্বনাথ ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nFgONL

March 19, 2017 at 04:22PM
19 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top