ডাম্বুলা, ২৯ মার্চ- শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকলো তাসকিন আহমেদের জন্য। ডাম্বুলায় লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন ডানহাতি এই পেসার। মঙ্গলবার ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে সাত উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে স্বাগতিকরা। ইনিংসের ৫০তম ওভারে তাসকিনের হাতে বল তুলে দেন অধিনায়ক মাশরাফি। বল হাতে ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ পেসার। এক এক করে ফিরিয়েছেন আসেলা গুনারত্নে, সুরঙ্গ লাকমল ও নুয়ান প্রদীপকে। শেষ ওভারে তাসকিনের প্রথম বলে নুয়ান কুলাসেকারা এক রান নিলে স্ট্রাইকে আসেন আসেলা গুনারত্নে। এসেই ওভারের দ্বিতীয় বলে চার হাঁকান ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু তৃতীয় বলে সৌম্য সরকারের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে তাসকিনের দ্বিতীয় শিকারে পরিণত হন ৩৯ রান করা গুনারত্নে। পরের বলে লাকমলকে রানের খাতা খোলার আগেই মেহেদী হাসান মিরাজের তালুবন্দী করেন। লাকমলকে ফিরিয়েই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাসকিন। আর হ্যাটট্রিক পূর্ণ করলেন শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা নুয়ান প্রদীপকে বোল্ড করে। বাংলাদেশের হয়ে পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পূর্ণ করার কৃতিত্ব দেখিয়েছেন তাসকিন। এর আগে বাংলাদেশের হয়ে শাহাদত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম ওয়ানডেতে হ্যাটট্রিক করেন। এদিন শেষ ওভারে তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র পাঁচ রান তুলতে সমর্থ হন লঙ্কান ক্রিকেটাররা। ফলে এক বল বাকি থাকতেই ৩১১ রানে অলআউট হয় স্বাগতিকরা। আর/১২:১৪/২৯ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mNfJ9N
March 29, 2017 at 06:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন