মাতৃ আশ্রয় কটেজ থেকে সরানো নির্দেশ শিশুদের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, মাথাভাঙাঃ মাথাভাঙা মাতৃ আশ্রয় হোম থেকে আবাসিকদের সরানোর নির্দেশ দেওয়া হল। রাজ্য শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে এই নির্দেশ আসার পরই কোচবিহার জেলা প্রশাসন হোমের আবাসিকদের সরানোর প্রক্রিয়া শুরু করেছে। প্রসঙ্গত, ওই হোম চালান বিধায়ক হিতেন বর্মনের স্ত্রী কল্পনা বর্মন। হোমের পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা সরেজমিন তদন্তে গেলে কল্পনাদেবী তাঁদের ঢুকতে দেননি বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে তাঁকে শোকজ  করা হয়েছিল। তারই জেরে এদিন ওই হোম থেকে শিশুদের সরিয়ে দেওয়ার নির্দেশ আসে। কল্পনা বর্মন বলেছেন, ‘এই সিদ্ধান্তে আমার ব্যক্তিগত কিছু হবে না। কিন্তু এখানকার হোমে থাকা বাচ্চাদের ব্যাপক ক্ষতি হবে।’

 



from Uttarbanga Sambad http://ift.tt/2lrvUV0

March 01, 2017 at 10:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top