বেঙ্গালুরু, ০৭ মার্চ- এলবিডব্লু সব সময়ই বিতর্ক সৃষ্টি করে এসেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বিরাট কোহালির আউট নিয়ে এই মুহূর্তে সরগরম ক্রিকেট বিশ্ব। আউট দেওয়ার পর অবাকও হয়ে গিয়েছিলেন স্বয়ং বিরাট কোহালি। ডিআরএস-ও নেন। কিন্তু তাতেও তাঁকে আউট দেওয়া হয়। যাতে বেজায় চটেই মাঠ ছাড়েন তিনি। দিনের খেলা শেষে সেই প্রশ্নই তুলে দিলেন ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। বলেন, আউটের আবেদন দেখেই আমরা অবাক হয়ে গিয়েছিলাম। এদিন ২৫ বলে ১৫ রান করে আউট হন বিরাট কোহালি। জোস হ্যাজেলউডের বলে এলবিডব্লু হন তিনি। হ্যাজেলউড এই ভেবে আউটের আবেদন করেন যে এটি ইনসাইড এজ ছিল। আম্পায়ার প্রথমে প্যাডে লেগেছে ভেবে আউট দিয়ে দেন। কোহালি সঙ্গে সঙ্গেই রিভিউ চান। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাট আর প্যাডে প্রায় একসঙ্গেই লেগেছে। কোনও সদর্থক প্রমাণ ছাড়াই আউট দেওয়া হয়। রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন তিনি। মাঠ ছাড়ার সময় বাউন্ডারির দিকে ব্যাট দেখিয়ে কিছু একটা ইঙ্গিতও করেন। ডিআরএস নিয়ে প্রথম থেকেই চাপে কোহালি। কোনওটাই কাজে লাগেনি। খুব কাছাকাছি গিয়েও এ বার কাজে না লাগায় হতাশা বাড়ল দলের। সঞ্জয় বাঙ্গার বলেন, ডিআরএস আমাদের কাছে একদম নতুন। শিখছি পুরো বিষয়টি। আম্পায়ারের কল খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বিরাট কোহালি। যদিও বিরাটের ফর্ম নিয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ বাঙ্গার। তাঁর মতে এরকম সময় সবারই জীবনে আসে। বলেন, অসাধারণ ব্যাট করছে বিরাট। আমরা যে ভাবে এই টানা সাফল্যতে আনন্দ পেয়েছি সে ভাবেই তিনটি ইনিংসে রান না পেলে সেটা মেনে নিতে হবে। যদি এটা মনে করে চলতে শুরু করে যে কী ভাবে রান পাচ্ছি না তা হলে আরও ক্ষতি। আমার মতে বিরাটের সেই মানসিকতা আছে এই সময়ের সঙ্গে মানিয়ে নিয়ে ভুল থেকে শেখার। এটাই ওকে গ্রেট বানিয়েছে। আমার মনে হয় পরবর্তি ম্যাচ থেকেই ও ঘুরে দাঁড়াবে। এফ/০৮:০৫/০৭মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2myCL3s
March 07, 2017 at 02:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top