বাংলাদেশি পুলিশের উপর গ্রেনেড জঙ্গিদের

ঢাকা, ২৯ মার্চঃ জঙ্গি অভিযান চলাকালীন ফের বাংলাদেশি পুলিশের উপর হামলা সন্দেহভাজন জঙ্গিদের। প্রথম সারির কয়েকজন জেএমবি জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। মঙ্গলবার রাতে মৌলভী বাজার সদর উপজেলার বরহাহাট ও বুধবার সকালে সরকার বাজার এলাকার দুটি বাড়িকে ঘিরে ফেলা হয়। সরকার বাজারের বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। কয়েক রাউন্ড গুলিও চলেছে বলে খবর। ঘটনাস্থলে রয়েছে র‌্যাব এবং সন্ত্রাস দমন বাহিনীর শাখা।

চট্টগ্রামের সীতাকুণ্ড ও সিলেটে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়ার পর মৌলভী বাজারে আরও দুটি জঙ্গিঘাঁটির খবর পাওয়ার পরই শুরু হয় এই অভিযান। ওই অঞ্চলের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে দুটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে রয়েছে, সেই দুটি বাড়িরই মালিকরা থাকেন বিদেশে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mPyObq

March 29, 2017 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top