ওয়াশিংটন, ৩০ মার্চঃ নিন্দুকরা যতই সমালোচনা করুক, হোয়াইট হাউসে রীতিমতো ছড়ি ঘোরাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও জামাই। বিভিন্ন সরকারি বৈঠকে আগে থেকেই দেখা যেত ট্রাম্পের মেয়ে ইভাঙ্কাকে। এবার ট্রাম্পের পরামর্শদাতা হিসাবেও নিয়োগ করা হচ্ছে ইভাঙ্কাকে। যদিও ইভাঙ্কা এর জন্য কোনো টাকা পাবেন না। এর আগে ট্রাম্পের জামাই জারেড কুশনারকে নিজের ‘সিনিয়র এইড’ বা সহযোগী হিসাবে নিয়োগ করা হয়েছিল। হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, স্বচ্ছতা, নৈতিকতা বজায় রাখতেই ইভাঙ্কাকে কোনোরকম বেতন দেওয়া হচ্ছে না। ইভাঙ্কার নিয়োগের ফলে মার্কিন জনগণের উপকারই হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল বা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ট্রাম্প যখনই কোনো রাষ্ট্রনায়কের সঙ্গে বৈঠক করেছেন, পাশে ইভাঙ্কাকে দেখা গিয়েছে। অনেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন, প্রশাসনের কোনো পদে না থেকে কীভাবে ইভাঙ্কা এইসব বৈঠকে উপস্থিত থাকছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2nCkulk
March 30, 2017 at 01:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন