সিরিয়ায় ৬ দিনে ২২০০ সন্ত্রাসী নিহত

736সিরিয়ার হামা শহরে সরকারি সেনাদের অভিযানে এক সপ্তা’রও কম সময়ে প্রায় দু’ হাজার ২০০ তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সানা গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে।

এ অঞ্চলে সংঘর্ষ ও অভিযান এখনও চলছে। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত হামায় নিহত তাকফিরি সন্ত্রাসীরা সাবেক আননুসরার নতুন সংস্করণ ফাতিহ আশশাম গোষ্ঠীর সদস্য।

সিরিয়ার সরকারি সেনারা বিমান বাহিনীর সহায়তা নিয়ে ফাতিহ আশ শাম ও তাদের আওতাভুক্ত সন্ত্রাসী গ্রুপগুলোর অবস্থানে আঘাত হানে।

সিরিয়ার সরকারি সেনারা এ অঞ্চলের আরজা, বাজাম, আসসামসাম ও আশশাইহাতের পাহাড়গুলো পুনর্দখল করেছে বলে সরকারি এই বার্তা সংস্থা জানিয়েছে। অভিযানগুলোতে রুশ বিমান বাহিনীও সহায়তা দিয়েছে।

আননুসরা বা ফাতিহ আশশাম নৃশংস হত্যাযজ্ঞের জন্য কুখ্যাতি অর্জন করায় গোটা সিরিয়ায় কার্যকর হওয়া যুদ্ধ-বিরতি সমঝোতার আওতায় রাখা হয়নি এই গোষ্ঠীকে। গত ডিসেম্বর মাস থেকে বহাল রয়েছে এই যুদ্ধ-বিরতি।

হামা অঞ্চলে অস্থিতিশীলতার সুযোগে সাম্প্রতিক দিনগুলোতে অন্যান্য সন্ত্রাসী গ্রুপও হামা শহরের কাছাকাছি সরকারি সেনা অবস্থানগুলোতে হামলা চালায়। ফলে সেখানে যুদ্ধ-বিরতি ভেঙ্গে যায়। সরকারি সেনাদের নিয়ন্ত্রিত হামা অঞ্চলে যুদ্ধ চলতে থাকায় সেখানকার ৪০ হাজার বেসামরিক অধিবাসী ঘর-বাড়ী ছেড়ে শরণার্থীতে পরিণত হয়েছে বলে জাতিসংঘ সম্প্রতি খবর দিয়েছে। শরণার্থীদের বেশিরভাগই নারী ও শিশু।

 



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2oFZ7NN

March 31, 2017 at 05:16PM
31 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top