ঢাকা, ১৯ মার্চ- আমাকে অকারণেই অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন অপু বিশ্বাস। জাগো নিউজের কাছে এমনটাই জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। আজ রোববার (১৯ মার্চ) তিনি বলেন, শনিবার রাতে একটা অপরিচিত নম্বর থেকে আমার কাছে একাধিকবার ফোন আসে। আমি অপরিচিত নম্বর থেকে ফোন আসলে সাধারণত ধরিনা। আজ রোববার সকালেও অনেকবার ফোন আসতে থাকে। এরপর সকাল ৯টার দিকে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অকথ্য ভাষায় আমাকে গালমন্দ করতে থাকেন অপু বিশ্বাস। বসগিরি ছবির এই নায়িকা আরও বলেন, অপু কেন আমাকে ফোন করে হুমকি দিলেন আমি জানিনা। তিনি বলেন, আমার সঙ্গে মাত্র ৫০ সেকেন্ডের মতো কথা হয়েছে। পুরো সময়টাই সে আমাকে গালি দিয়েছে এবং হুমকি দিয়েছে। বুবলীর ভাষ্য, অপু আমাকে এও বলেছে আমি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করবো সে দেখে নেবে। আমাকে কিছু বলার সুযোগই সে দেয়নি। তারপর ফোন কেটে দেয়। শুটার ছবির এই নায়িকা বলেন, অপু বিশ্বাস আমাকে কি বলে হেনস্তা করেছে সবটুকু আলাপ আমার কাছে রেকর্ড আছে। আমি বিস্মিত তার মত একজন অভিনেত্রীর মুখে এইসব কথা শুনে। কেন তিনি এইসব কথা বললেন এর উত্তর আমার জানা নেই। এখন আমার যদি কোনো ক্ষতি হয় এর দায় অপুর। তিনি বলেন, এর আগে সাত-আট বছর আগে শাকিব-মিম জুটির আমার প্রাণের প্রিয়া ছবি মুক্তি পর মিমকেও অপু বিশ্বাস একইভাবে শাসিয়ে ছিলেন। এটা কমবেশি সবাই জানেন। আমাকেও তাই করলো। বুবলী আরও বলেন, এই ঘটনার পর আজ সকালে শাকিবের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। তিনি ভারতে শুটিং নিয়ে ব্যস্ত আছেন। শাকিব বলেছেন, এ ব্যাপারে তার কিছু বলার নেই। এটা অপুর ব্যাপার। কেন অপু বলেছে এর উত্তর নাকি তার জানা নেই। এদিকে, অপু যে নম্বর থেকে বুবলীকে হুমকি দিয়েছেন সেই নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বুবলী বলেন, এমন পরিস্থিত হলে কিভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করবো? আমি শিগগির জিডি করব। আর গনমাধ্যমকেও জানিয়ে রাখলাম। প্রসঙ্গত, গেল বছরের এপ্রিল থেকে অপু বিশ্বাস লা-পাত্তা হয়ে গেলে শাকিবের নতুন নায়িকা হিসেবে চলচ্চিত্রে আগমন ঘটে বুবলীর। তারপর শাকিবের বিপরীতে জুটি বেঁধে বসগিরি ও শুটার নামের দুটি সুপারহিট ছবি উপহার দেন শাকিব-বুবলী। এরপর অপুর অনুপস্থিতে শাকিবের সঙ্গে বুবলীকে নিয়ে নির্মাতা-প্রযোজকরা নতুন আশার আলো দেখতে শুরু করেন। তারা বর্তমানে অহংকার নামের একটি ছবিতে কাজ করছেন। এফ/১৬:৪০/১৯ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nRJen8
March 19, 2017 at 10:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন