পুনে, ১০ মার্চ- পুনে টেস্টে অস্ট্রেলিয়ার অবিশ্বাস্য জয় (৩৩৩ রানে)। পরের ম্যাচে অর্থাৎ বেঙ্গালুরু টেস্টে ছন্দপতন। মানে, এবার ভারতের কাছে ৭৫ রানে হার। এমতাবস্থায় নিজেদের ঘুরে দাঁড়ানোর মিশনে মরিয়া অসিরা। কিন্তু তৃতীয় টেস্টে মাঠে নামার আগেই বড়সড় ধাক্কা খেল সফরকারীরা। তারা হারিয়ে ফেলেছে দলের অন্যতম সেরা পেসার মিচেল স্টার্ককে। ইনজুরির কারণে ভারতে সিরিজ শেষ স্টার্কের। অস্ট্রেলিয়া দলের পক্ষে ফিজিও ডেভিড বিকলে জানিয়েছেন এমন তথ্যই। অসি এই ফিজিও বলেন, বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলার সময়ই ডান পায়ে কিছুটা ব্যথা অনুভব করেছে স্টার্ক। আমরা ভেবেছিলাম টেস্টের পর হয়তো সে সুস্থ হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়। আমরা তাকে অস্ট্রেলিয়ায় পুনর্বাসনে পাঠিয়েছি। বাকি সিরিজে স্টার্ককে আর পাওয়া যাবে না। আর/১৭:১৪/১০ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mICkTO
March 11, 2017 at 12:35AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top