উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার থেকে গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক করল। আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে এই নিয়ম। মহানগর এলাকায় ৫০০০, শহরাঞ্চলে ৩০০০ আধা-শহুরে এলাকায় ২০০০ এবং গ্রামীন এলাকায় ১০০০ টাকা অ্যাকাউন্টে রাখা বাধ্যতামূলতক। নাহলে গুনতে হবে জরিমানা।
মহানগর এলাকায় ন্যূনতম ব্যালেন্স এবং অ্যাকাউন্টে যত টাকা রয়েছে তাদের মধ্যে পার্থক্যের ৫০ শতাংশ এবং অতিরিক্ত সার্ভিস ট্যাক্স আরোপ হবে। এই পার্থক্য ৫০ শতাংশ এবং ৭০ শতাংশের মধ্যে থাকলে ৭৫ টাকা এবং সার্ভিস ট্যাক্স অতিরিক্ত। এই পার্থক্য ৭৫ শতাংশের বেশি হলে সার্ভিস ট্যাক্স ছাড়াও ১০০ টাকা জরিমানা ধার্য করা হবে।
শহরাঞ্চলে, সার্ভিস ট্যাক্স বাদে এই চার্জগুলি হবে ৪০ এবং ৮০। আধা শহুরে এলাকায় এই জরিমানা ২৫ থেকে ৭৫ টাকা এবং সার্ভিস ট্যাক্স অতিরিক্ত। গ্রামীন এলাকায় এই চার্জ হবে ২০ থেকে ৫০ টাকার মধ্যে এবং সার্ভিস ট্যাক্স অতিরিক্ত।
এক মাসে তিনবারের বেশি টাকা লেনদেনে এসবিআই তার গ্রাহকদের থেকে ৫০ টাকা করে চার্জ নেবে। এছাড়া এনইএফটি/আরটিজিএস, চেক বুক ইশ্যু, লেনদেন বন্ধ করা এসবের জন্যও নেওয়া হবে অতিরিক্ত চার্জ।
ডেবিট কার্ডের জন্য বার্ষিক চার্জ হবে ১২৫ থেকে ৩০০ টাকা। মহানগর এলাকায় ৩ এবং অন্যান্য ক্ষেত্রে ৫টি এটিএম ট্রানজ্যাকশন করা যাবে বিনামূল্যে।
from Uttarbanga Sambad http://ift.tt/2mpsYMT
March 04, 2017 at 07:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন