নির্বাচিত হলে কুমিল্লা বিভাগের নাম পরিবর্তন প্রতিহত করবেন সাক্কু

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হলে সবাইকে ঐক্যবদ্ধ করে কুমিল্লা বিভাগের নাম পরিবর্তনের যে কোন অপচেষ্টা প্রতিহত করতে কাজ করার ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি শুক্রবার বিকালে ২৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

তার নির্বাচনী ইশতেহারের শেষ দফায় তিনি উল্লেখ করেন, “প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম পরিবর্তনের যে কোন অপচেষ্টা প্রতিহত করতে আমরা কুমিল্লাবাসী ঐক্যবদ্ধ। এই ঐক্যের নেতৃত্বে থাকবে কুমিল্লা মহানগর। আর তাই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন হবে কুমিল্লার মর্যাদা রক্ষার নির্বাচন।”

নগরীর ধর্মসাগর দীঘির দক্ষিণ পাড়ে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতে তিনি নির্বাচনী ইশতেহার পাঠ করেন।

এসময় সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, এলডিপির মহাসচিব ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট রেজওয়ান আহমেদ, বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনিরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন ও এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন প্রমুখ উপস্থিত ছিলেন।



from Comillar Barta™ http://ift.tt/2nf0PGo

March 24, 2017 at 09:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top