কলম্বো, ১২ মার্চ- পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন শ্রীলঙ্কায়। সাত মার্চ গল টেস্ট দিয়ে শুরু হয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ১৫ মার্চ কলম্বোর পি সারা ওভালে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্টটি। আর এই টেস্টটি হবে বাংলাদেশের শততম টেস্ট ম্যাচ। ঐতিহাসিক এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিছিয়ে নেই শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি)। বাংলাদেশের এই শততম টেস্টকে ঘিরে লঙ্কানদেরও থাকছে জমকালো আয়োজন। গল টেস্টের শেষ দিন লঙ্কান ক্রিকেট বোর্ড প্রধান থিলাঙ্গা সুমাথিপালা জানালেন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্টটি আয়োজনের কোনো কমতি রাখবে না শ্রীলঙ্কা ক্রিকেট। পাশাপাশি তিনি জানিয়েছেন ম্যাচটি আয়োজন করতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট গর্বিত। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাংলাদেশের একশতম টেস্টটি আয়োজন করতে পেরে খুশি ও গর্বিত। ম্যাচের দিন সকালে দুই দলের বোর্ড সভাপতি এখানে অতিথি হয়ে আসবেন। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের আমরা ম্যাচের শুরুতে মেডেল উপহার দেব। আমরা দুই দলের জন্য রাতে ডিনারের আয়োজন করছি। সেই সঙ্গে আমরা পাঁচশ শিশুদের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছি। বিসিবির পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শততম এই টেস্টে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য থাকছে স্মারক ক্যাপ, ক্রেস্ট ও ব্লেজার। যাতে লেখা থাকবে শততম টেস্ট। এছাড়া থাকছে বিশেষ স্যুভেনির। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার শ্রীলঙ্কায় পৌঁছাবেন। একই সঙ্গে থাকবেন বিসিবির পরিচালকবৃন্দ। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত ৯৮টি টেস্ট খেলেছে। সবমিলিয়ে অধিনায়ক নয়জন। প্রথম অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্জয়। সর্বোচ্চ ২৮ ম্যাচের নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। টেস্টে বাংলাদেশের জয় আটটিতে, ড্র ১৫ ম্যাচে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nbVAu7
March 12, 2017 at 06:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top