ঢাকা, ১৮ মার্চ- আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে চ্যাম্পিয়নস ট্রফি। এই আসরকে সামনে রেখে ক্রিকট বিশ্ব ভ্রমণে রয়েছে টুর্নামেন্টটির ট্রফি। সে ধারাবাহিকতায় এই ট্রফি বাংলাদেশে পৌঁছেছে। শনিবার সকালে বাংলাদেশে এসে পৌঁছায় আসরের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্টের ট্রফি। দর্শকদের দেখার জন্য যমুনা ফিউচার পার্কে ট্রফিটি উন্মুক্ত রাখা হবে দুদিন (আজ ও আগামীকাল)। ট্রফিটির প্রদর্শনী চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। যমুনা ফিউচার পার্কে দুদিন প্রদর্শনের পর সোমবার ট্রফি নিয়ে যাওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা ছাড়াও জাতীয় দলের ক্রিকেটাররা এক ফটোসেশনে থাকবেন। বিশ্ব ভ্রমণে আট দেশের ১৯টি শহরে যাবে চ্যাম্পিয়নস ট্রফি। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১ জুন থেকে মাশরাফি-সাকিবদের লড়াই শুরু হবে। আট দেশে এই আসরে অংশ নেব। ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া এবং পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি দল। আর/১৭:১৪/১৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mTUOi5
March 19, 2017 at 12:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top