তনু হত্যার এক বছর, ভিক্টোরিয়া কলেজে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডেরে এক বছর পূর্তি হল ২০মার্চ। কিন্তু ঘাতকরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। সোমবার তনুর হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কলা ভবনের সামনে মানববন্ধন করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামীম আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাজিমুল হক স্বপন, সজীব ও সোহাগ প্রমুখ। শিক্ষার্থেীদের আবেগঘন বক্তব্যে অশ্রুসজল হয়ে পড়েন সবাই।

একই দাবিতে সোমবার সকালে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে গণজাগরণ মঞ্চ কুমিল্লা জেলা শাখা।

এছাড়া কলেজের মসজিদে মিলাদের আয়োজন করে তনুর সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটার। এদিকে তনুর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুরেও মিলাদের আয়োজন করা হয়েছে।

তনুর পরিবার জানায়, কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে গত বছরের ২০ মার্চ রাতে তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর  মামলাটির তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি, কুমিল্লা। ঘটনার পর ঘাতকদের বিচারের দাবিতে বিভিন্ন মহলসহ দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠলেও ধীরে ধীরে সবই থেমে গেছে। তনুর লাশের দুই দফা ময়নাতদন্ত, মামলার তদন্তকারী সংস্থা,কর্মকর্তা পরিবর্তন হলেও এ পর্যন্ত আলোর মুখ দেখেনি তনু হত্যা মামলা।



from Comillar Barta™ http://ift.tt/2nCoNP1

March 20, 2017 at 03:15PM
20 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top