বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সৌরভ মাহমুদ হারুন ● বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছে। এ সময় স্কুল ছাত্রসহ আহত হয়েছে আরও ৫ জন। সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর মিল গেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, রামপুর এলাকায় ময়নামতি থেকে কংশনগরগামী একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে কুমিল্লাগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক বুড়িচং উপজেলার গনেষপুর গ্রামের মহরম আলীর পুত্র  আবদুল খালেক (৫৫) এবং সিএনজির যাত্রী একই উপজেলার এদবারপুর গ্রামের মোসলে উদ্দিনের ছেলে মিজান (৩৪) নিহত হয়। ওই দুর্ঘটনায় আহত হয়েছে নিহত মিজানের ভাই রাশেদ এবং একই গ্রামের স্কুল ছাত্র আসিফ। ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুস সালাম জানান, দুপুরের দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। বিকালে কুমেক হাসপাতাল থেকে নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।



from Comillar Barta™ http://ift.tt/2nrYxGz

March 20, 2017 at 07:43PM
20 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top